Header Ads

Header ADS

★analysis of unknown inorganic salts - অজ্ঞাত অজৈব লবণের আঙ্গিক বিশ্লেষণের মাধ্যমে অম্লীয় ও ক্ষারীয় মূলক শনাক্তকরণ★

★অজ্ঞাত অজৈব লবণের আঙ্গিক বিশ্লেষণের মাধ্যমে অম্লীয় ও ক্ষারীয় মূলক শনাক্তকরণ★ [প্রথমেই নমুনা লবণ হাতে পাওয়ার পর প্রথমেই “নমুনা নং” লিখে লবণের “ভৌত পরীক্ষণ” সম্পন্ন করতে হবে] ভৌত অবস্থাঃ বর্ণঃ দ্রাব্যতাঃ [ এরপর পরিষ্কার প্লাটিনাম দন্ড, গাঢ় HCl, বুনসেন বার্ণার নিয়ে ক্ষারীয় মূলকের শিখা পরীক্ষণ করতে হবে ] ২। ক্ষারীয় মূলকের শুষ্ক (শিখা) পরীক্ষাঃ [এরপর টেস্টটিউব গুলোকে ভালোভাবে পরিষ্কার করে মূলদ্রবণ (প্রায় ১০মিলি) প্রস্তুত করতে হবে ] ৩। মূলদ্রবণ প্রস্তুতিঃ একটি পরীক্ষানলে সামান্য পরিমাণ নমুনা লবণ নিয়ে পাতিত পানি যোগ করে ভালোভাবে ঝাঁকিয়ে মূলদ্রবণ প্রস্তুত করি। এই মূল দ্রবণের সাহায্যে ক্ষারীয় ও অম্লীয় মূলকের নিশ্চিতকরণ পরীক্ষা সম্পন্ন করি। ৪. [এখন বিভিন্ন বিকারক যোগ করে ক্ষারীয় মূলকের সিক্ত পরীক্ষণ সম্পন্ন করি] ♦[এখন ক্ষারীয় মূলক শনাক্ত করতে হবে, সেজন্য পরিষ্কার টেস্টটিউবে ১মি.লি. মূলদ্রবণ নিয়ে প্রথমে ১-২ ফোঁটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করি, যদি লালচে বা বাদামী অধঃক্ষেপ ⇒ আয়রন(iii)আয়ন, সবুজ অধঃক্ষেপ ⇒ আয়রন(ii) আয়ন, নীল অধঃক্ষেপ পড়লে আরো ৩-৪মি.লি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করে ঝাকালে যদি অধঃক্ষেপ দ্রবীভূত হয়ে নীল দ্রবণ উৎপন্ন হয় তবে ⇒ কপার আয়ন উপস্থিত] ♦[আবার আরেকটি পরিষ্কার টেস্টটিউবে ১মি.লি. মূলদ্রবণ নিয়ে প্রথমে ১-২ ফোঁটা পটাসিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ যোগ করি, যদি গাঢ় নীল অধঃক্ষেপ ⇒ আয়রন(iii) আয়ন, হালকা নীল অধঃক্ষেপ ⇒ আয়রন(ii) আয়ন, লালচে বাদামী অধঃক্ষেপ ⇒ কপার আয়ন, সাদা অধঃক্ষেপ ⇒ জিংক আয়ন উপস্থিত] ♦[উপরের ২টি বিকারক যোগ করার পরও বৈশিষ্ট্যমূলক অধঃক্ষেপ না পাওয়া গেলে আরেকটি পরিষ্কার টেস্টটিউবে ১মি.লি. মূলদ্রবণ নিয়ে প্রথমে ১-২ ফোঁটা অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ যোগ করি, যদি সাদা অধঃক্ষেপ পড়ে, আরো ৩-৪মি.লি হাইড্রোক্লোরিক এসিড যোগ করে ঝাকালে যদি অধঃক্ষেপ দ্রবীভূত হয়ে পরিষ্কার দ্রবণ উৎপন্ন হয় তবে ⇒ ক্যালসিয়াম আয়ন উপস্থিত] ♦[উপরের ৩টি বিকারক যোগ করার পরও বৈশিষ্ট্যমূলক অধঃক্ষেপ না পাওয়া গেলে আরেকটি পরিষ্কার টেস্টটিউবে ১মি.লি. মূলদ্রবণ নিয়ে প্রথমে ১-২ ফোঁটা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করি, যদি সাদা (থকথকে) অধঃক্ষেপ পড়ে, আরো ৩-৪মি.লি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে ঝাকালে যদি অধঃক্ষেপ দ্রবীভূত হয়ে পরিষ্কার দ্রবণ উৎপন্ন হয় তবে ⇒ অ্যালুমিনিয়াম আয়ন উপস্থিত] ♦[উপরের ৪টি বিকারক যোগ করার পরও বৈশিষ্ট্যমূলক অধঃক্ষেপ না পাওয়া গেলে আরেকটি পরিষ্কার টেস্টটিউবে ১মি.লি. মূলদ্রবণ নিয়ে প্রথমে ১-২ ফোঁটা নেসলার দ্রবণ দ্রবণ যোগ করি, যদি বাদামী অধঃক্ষেপ পড়ে তবে ⇒ অ্যামোনিয়াম আয়ন উপস্থিত] ♦[উপরের ৫টি বিকারক যোগ করার পরও বৈশিষ্ট্যমূলক অধঃক্ষেপ না পাওয়া গেলে আরেকটি পরিষ্কার টেস্টটিউবে ১মি.লি. মূলদ্রবণ নিয়ে প্রথমে ১-২ ফোঁটা পটাসিয়াম পাইরো এন্টিমোনেট দ্রবণ দ্রবণ যোগ করি, যদি সাদা অধঃক্ষেপ পড়ে তবে ⇒ সোডিয়াম আয়ন উপস্থিত] ৫. [এরপর বিভিন্ন বিকারক যোগ করে অম্লীয় মূলকের সিক্ত পরীক্ষণ সম্পন্ন করি] ♦ [এখন অম্লীয় মূলক শনাক্ত করতে হবে, সেজন্য পরিষ্কার টেস্টটিউবে ১মি.লি. মূলদ্রবণ নিয়ে প্রথমে ১-২ ফোঁটা বেরিয়াম নাইট্রেট দ্রবণ যোগ করি, যদি সাদা বর্ণের অধঃক্ষেপ পড়ে তবে সালফেট বা কার্বনেট আয়ন উপস্থিত থাকতে পারে। এখন এই সাদা অধক্ষেপের সাথে ২-৩ মিলি হাইড্রোক্লোরিক এসিড যোগ করে ঝাঁকালে যদি বুদবুদ সহ পরিষ্কার দ্রবণ তৈরি হয় তবে ⇒ কার্বনেট আয়ন উপস্থিত, আর পরিষ্কার দ্রবণ তৈরি না হলে ⇒ সালফেট আয়ন উপস্থিত] ♦ [উপরের বিকারক {বেরিয়াম নাইট্রেট} যোগ করার পরও বৈশিষ্ট্যমূলক অধঃক্ষেপ না পাওয়া গেলে আরেকটি পরিষ্কার টেস্টটিউবে ১মি.লি. মূলদ্রবণ নিয়ে প্রথমে ১-২ ফোঁটা সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করি, যদি দধির মতো সাদা অধঃক্ষেপ পড়ে অধঃক্ষেপকে দুইটি টেস্টটিউবে ভাগ করে একভাগে ২-৩ মিলি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অন্যভাগে ২-৩ মিলি নাইট্রিক এসিড যোগ করে ঝাঁকাই, যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগকৃত অংশ পরিষ্কার দ্রবণ তৈরি করে কিন্তু নাইট্রিক এসিড যোগকৃত অংশ পরিষ্কার দ্রবণ তৈরি না করে ⇒ ক্লোরাইড আয়ন উপস্থিত] ৬। পরীক্ষার ফলাফলঃ ক্ষারীয় মূলকঃ অম্লীয় মূলকঃ সুতরাং প্রদত্ত নমুনা লবণের নামঃ এবং সংকেতঃ ৭। সতর্কতাঃ ক) পরিষ্কার প্লাটিনাম দন্ড ব্যবহার করেছি। খ) শিখার বর্ণ খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি। গ) সরবরাহকৃত লবণ খালি হাতে স্পর্শ করিনি। ঘ) কাঁচ সামগ্রী ব্যবহারের পূর্বে পাতিত পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ঙ) মূল দ্রবণ তৈরী করার সময় পাতিত পানি ব্যবহার করেছি।
Identification of acidic and alkaline molecules by the relevant analysis of unknown inorganic salts [After first getting the sample salt, first you need to complete "physical examination" of the salt by writing "Sample No."] Physical Condition: Color: Solubility [Then check for alkaline flame with clear platinum bar, concentrated HCl, bunsen burner] 2. Alkaline alkali dry (flame) test: [Table] [Then the test tubes should be thoroughly cleaned and prepared by centrifugation (about 5 ml)]. 3. Principle Preparation: In a test mix a small amount of salt and add distilled water to the well Shake and prepare the basil. Using this basic solution, we perform alkaline and acidic acid assay tests.

No comments

Powered by Blogger.